শনিবার, ০৪ জানুয়ারী ২০২৫, ০২:০৩ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
শুক্রবার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচর উপজেলার পাঁচ্চর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়- ভোরে মাদারীপুর থেকে সাবির্ক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে। পরে পথে ঢাকা-খুলনা মহাসড়কের শিবচরের পাঁচ্চর এলাকায় যাত্রীর জন্য অপেক্ষা করে।
এ সময় পেছন থেকে ঢাকামুখী সোনালী পরিবহনের অপর একটি যাত্রীবাহী বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে দু‘টি বাসের অন্তত ১২ জন আহত হন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাশের ক্লিনিকে ভর্তি করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শওকত হোসেন জানান- দু‘টি বাসের সংঘর্ষের ঘটনায় আহতদের উদ্ধার করে বেসরকারি ক্লিকিনে ভর্তি করা হয়। তবে, সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।