শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ০৫:৫১ অপরাহ্ন
রবিন চৌধুরী রাসেল- রংপুর জেলা প্রতিনিধি.
রংপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্ণেল মোঃ আশরাফুল ইসলাম, এসপিপি, পিএসসি (১৯ ডিসেম্বর) ২০২৪ইং মশাল জ্বালিয়ে, শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করে ও বেলুন উড়িয়ে ঐতিহ্যবাহী রংপুর ক্যাডেট কলেজের চার দিন ব্যাপী ৪৪তম আন্তঃহাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রতিযোগী খেলোয়াড়দের শপথবাক্য পাঠ করান মেজর মো. সাইদুল হক, এ্যাডজুটেন্ট।
অনুষ্ঠানস্থলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগম অধ্যক্ষ মিসেস সাদিয়া আরেফিন, উপাধ্যক্ষ জনাব মো. সেলিম হোসেন, মেডিকেল অফিসার মেজর মো. শাফাত চৌধুরী এবং অনুষদ সদস্যসহ কলেজের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণ ক্রীড়াবিদদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ উপস্থিত সকলকে মুগ্ধ করেছে। ব্যানার, ফেস্টুন দিয়ে কলেজের খেলার মাঠ সাজানো হয়েছে অপরূপ সাজে। আগামী ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখ সমাপনী দিবসে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে মেজর জেনারেল মোহাম্মদ কামরুল হাসান, এসজিপি, এসইউপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করবেন।