শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ১০:৫৪ পূর্বাহ্ন
হারুন-অর-রশিদ বাবু- বিশেষ প্রতিনিধিঃ
আদালত অবমাননার অভিযোগে, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো. আকবর আলীকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ হয়েছে।
গত (২০ মে) ২০২৪ইং চেম্বার সচিবালয়ের নামাজ ঘরে নতুন খন্ডকালীন ইমাম নিয়োগ না করা এবং পূর্বের নিয়োগকৃত ইমামের চাকুরীতে কোন বাধা বা প্রতিবন্ধকতা সৃষ্টি না করার বিষয়ে, আদালতের দেওয়া অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ অমান্য করার অভিযোগে, এই সমন জারির আদেশ হয়েছে।
জেলা রংপুরের বিজ্ঞ সদর সিনিয়র সহকারী জজ আদালতে গত (১২ আগস্ট) ২০২৪ইং রংপুর চেম্বার সচিবালয়ের নামাজ ঘরে খন্ডকালীন ইমাম হিসেবে চাকুরিরত হাফেজ মাওলানা মো. আব্দুর রাজ্জাক, আদালতের বিগত (২৫ মে) ২০২৪ইং অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ, চেম্বার সভাপতি মো. আকবর আলী, ইচ্ছাকৃতভাবে অমান্য করায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আদেশ কামনায় (১২ আগস্ট) ২০২৪ইং আদালত অবমাননার এ অভিযোগ আনয়ন করেন।
অভিযোগকারীর আইনজীবী অরুন চন্দ্র সরকার, প্রতিবেদককে বলেন, আদালতের আদেশ মানতে সবাই বাধ্য। উনি সচেতন মানুষ, এসব বিষয়ে তার আরও বেশি দায়িত্বশীল হওয়া উচিত।
জানতে চাইলে, রংপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি-এর সভাপতি মো. আকবর আলী বলেন, আমি হজ্বে ছিলাম, অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা আদেশ বা আদালত অবমাননার অভিযোগ সম্পর্কে কিছুই জানিনা।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com