রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৬ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
দেশ ও জাতির কল্যানার্থে বিরতিহীন অভিযানের মাধ্যমে মাদক, সন্ত্রাস, অস্ত্র ও জঙ্গিবাদ নির্মূল’সহ দেশের সার্বিক শান্তি শৃঙ্খলা বজায়ের মলক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট। এই ধারাবাহিকতাকে অক্ষুণ্ণ রাখতে সারা দেশব্যাপী র্যাব, আর্মি, পুলিশ, বিজিবির বিভিন্ন ইউনিট কতৃক যথারীতি অভিযান চলমান রয়েছে।
এরই ধারাবাহিকতায় রাজধানীর রমনা থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান চালানো হয়। অভিযান চলাকালীন সময় যথাক্রমে, পিকআপ ভ্যান, মোটরসাইকেল ও ফেন্সিডিল উদ্ধার পূর্বক তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হলো- মোঃ জালাল উদ্দিন, মোঃ কামরুল ইসলাম ও মোঃ আল মোক্তাদির ওরফে রায়হান। এসময় তাদের হেফাজত থেকে ১০০ বোতল ফেন্সিডিল এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধারমূলে জব্দ করা হয়।
গতকাল বুধবার ২৭শে এপ্রিল ২০২২ইং বিকাল ৫টা ৫০ ঘটিকায় রমনা থানার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসপাতাপালের সামনে অপারেশন পরিচালনার মাধ্যমে তাদেরকে গ্রেফতার করেন গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিম।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যম কর্মীদের জানান- কতিপয় মাদক ব্যবসায়ী রমনা থানার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট হাসাপাতালের ইমারজেন্সি গেইটের সামনে মাদক বিক্রয়ের জন্য অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে মাদক কারবারি জালাল, কামরুল ও মোক্তাদিরকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা শহরসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় দেশের প্রচলিত আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
উল্লেখ্য, আজ বৃহস্পতিবার ২৮শে এপ্রিল ২০২২ ইং তারিখ উক্ত অভিযানে ১০০ বোতল ফেন্সিডিল, পরিবহনের কাজে ব্যবহৃত একটি পিকআপ ও একটি মোটরসাইকেল উদ্ধারমূলে জব্দ তথা মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করা হয়েছে।