রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:১২ অপরাহ্ন
মাহাবুব আলম- রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
দেশব্যাপী মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্পের আওতায় ও একযোগে সারা দেশের কর্মসূচীতে ২৬শে এপ্রিল মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর‘র শুভ উদ্বোধন সম্পন্ন হয়।
ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সারাদেশে ৩য় পর্যায়ে ৩২ হাজার ৯০৪টি ঘর উদ্বোধন করেন। এরই অংশ হিসেবে রাণীশংকৈল উপজেলায় ৩৫১টি ঘর প্রদান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সকাল সাড়ে ৯টায় উপজেলা হলরুমে ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রামকৃষ্ণ বর্মণ, আ‘লীগ সভাপতি অধ্যক্ষ সইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারী কমিশনার (ভূমি) ইদ্রজিৎ সাহা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান এবং ওসি এস এম জাহিদ ইকবাল। এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক-সামাজিক নেতা, কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অতিথি ছাড়াও বক্তব্য দেন- প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সার্মিয়েল মার্ডি, প্রেসক্লাব প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক-আনোয়ারুল ইসলাম, সাবেক অধ্যক্ষ ক্রীড়া সংগঠক তাজুল ইসলাম, পৌর আ‘লীগ সভাপতি জাহাঙ্গীর আলম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, প্রেসক্লাব আহবায়ক কুশমত আলী ও সভাপতি ফারুক হোসেন প্রমুখ। পরে, উপজেলার বরাদ্দকৃত ভূমিহীন-গৃহহীন পরিবারদের মাঝে ঘর ও জমির দলিলপত্র প্রদান করা হয়।