মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৫ অপরাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি.
লক্ষ্মীপুর সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের রতনেরখিল গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত আমজাদ ভূঁইয়া বাড়ির পরিবারের খোঁজখবর নিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসনের কর্মকর্তারা। অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।
পরিদর্শনকালে ইউএনও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন। তিনি পরিবারটির এই দুর্বিপাকে গভীর সমবেদনা জানান এবং প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন ও ক্ষয়ক্ষতির বিষয়টি পর্যবেক্ষণ করেন এবং প্রয়োজনীয় সহায়তার বিষয়টি নিশ্চিত করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসন, লক্ষ্মীপুরের পক্ষ থেকে অগ্নিকাণ্ডে আহত ও ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সহায়তার জন্য আর্থিক অনুদান প্রদান করা হয়। পাশাপাশি উপজেলা প্রশাসন, লক্ষ্মীপুর সদর-এর উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনা খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয়, যাতে তারা প্রাথমিকভাবে দুর্ভোগ কাটিয়ে উঠতে পারেন।
স্থানীয়রা জানান, অগ্নিকাণ্ডে পরিবারের বসতঘর ও প্রয়োজনীয় মালামাল পুড়ে গিয়ে তারা চরম সংকটে পড়েছেন। উপজেলা প্রশাসনের তাৎক্ষণিক উপস্থিতি ও সহায়তায় ক্ষতিগ্রস্ত পরিবার কিছুটা হলেও স্বস্তি পেয়েছে বলে জানান তারা।
উপজেলা নির্বাহী অফিসার ক্যাথোয়াইপ্রু মারমা বলেন, “দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। প্রাথমিক সহায়তার পাশাপাশি প্রয়োজন অনুযায়ী পরবর্তী সহায়তার বিষয়েও প্রশাসন কাজ করবে। পরিদর্শনের শেষ পর্যায়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয় এবং তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য দোয়া করা হয়।