রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০১:১৯ অপরাহ্ন
অপু রোমিও- গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
শিক্ষার ইচ্ছা শক্তির কাছে জয়ী প্রতিবন্ধী জাকিরের যেন উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন। বলছি পঞ্চম শ্রেণির ২ রোলের ছাত্র জান্নাতুল ইসলাম জাকিরের কথা৷ ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি তার অনেক আগ্রহ। হাটতে না পারা জাকির জানায় তার অব্যক্ত কথা।
ক্লাসে সবার মত জাকির সবসময় ভালো ফলাফল করে বুঝিয়ে দেয় প্রতিবন্ধী হয়েও প্রতিবন্ধকতা তাকে থামাতে পারে নি। মায়ের কাঁধে ভর করে স্কুলে গিয়ে পড়াশোনা করত জাকির। একটি হুইলচেয়ার পেলে তার দুঃখটা একটু হলেও লাঘব হবে।
জাকির গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের উত্তর কালির খামার এলাকার লিচু মিয়ার পুত্র। সে উত্তর কালির খামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র। দরিদ্র পরিবারে বেড়ে ওঠায় কিনতে পারেনি একটি হুইল চেয়ার। বাবা মা যতক্ষণে একটু কাঁধে নিয়ে বেড়ায় ততক্ষণে সে বাহিরের আলো দেখতে পায়।
এলাকাবাসী জানান- ছেলেটার পড়াশোনার প্রতি অনেক আগ্রহ তবে চলাচলের জন্য একটি হুইলচেয়ার পেলে অনেক ভালো হয়।
ছেলের বিষয়ে জাকিরের মা জাহানারার সাথে কথা হলে তিনি জানান- জাকিরের দুটি পায়ের সমস্যা। আমি যতক্ষণে একটু নিয়ে বেড়াই ততক্ষণে একটু ভালো। সমাজের বিত্তবানেরা যতি তাকে একটি হুইলচেয়ার দিয়ে সহযোগিতা করতো তাহলে ওর পড়াশোনার আগ্রহ টা আরও বাড়তো।
স্থানীয় ইউপি সদস্য বাদশা মিয়া জানান- ছাত্র হিসেবে সে অনেক ভালো। হাটতে না পেরে একঘেয়েমি লাগে। একটা হুইল চেয়ার পেলে তার অনেক ভালো লাগবে।