বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০২৪, ১১:৫০ অপরাহ্ন
রুহুল আমীন খন্দকার- বিশেষ প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুর উপজেলার রঞ্জন মোল্লার ডাঙ্গী এলাকার গরীব কৃষক কালাম ব্যাপারী(৫৬)। যিনি হাড়ভাংগা পরিশ্রম করে ইসলামী ব্যাংকে টাকা জমা রেখে ছিলেন। তবে তিনি জানতেন না এটিএম কার্ডের প্রয়োজনীয়তা।
তাই চেক বই দিয়েই তার প্রয়োজন মেটাতেন। এটিএম কার্ড দিতে চাইলেও তিনি নেননি। তার এই সরলতাকে পুঁজি করেন ওই ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন(৩৫)। জালিয়াতি করে এটিএম কার্ড দিয়ে কৃষকের ১ লাখ ৫৫ হাজার টাকা তুলে নেন তিনি।
এ ঘটনায় আজ মঙ্গলবার ২২শে মার্চ দুপুরে অভিযুক্ত ওই ব্যাংকের সাবেক কর্মচারী বদরুল ইসলাম তাসিন ও তার স্ত্রী মাহি আক্তার উর্মিকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন- কৃষক কালামের এটিএম কার্ড ডেলিভারি দেওয়ার নাম করে নিজের কাছে রেখে দেন বদরুল। কালামের এটিএম কার্ডটি অ্যাকটিভ করার পর স্ত্রী উর্মিকে নিয়ে ফরিদপুর পৌর শহরে অবস্থিত ইসলামী ব্যাংকের দুটি বুথ থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা উত্তোলন করেন বদরুল। ব্যাংকে গিয়ে উত্তোলনের সময় অ্যাকাউন্টে টাকা নেই দেখে হতবাক হয়ে যান কালাম।
পরে বিষয়টি ফরিদপুরের গোয়েন্দা (ডিবি) পুলিশকে জানান তিনি। ডিবি পুলিশ প্রাথমিক অনুসন্ধান শেষে অভিযান চালিয়ে বদরুল ও তার স্ত্রী উর্মিকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করে। এ সময় অপরাধের সব আলামতসহ নগদ ১ লাখ ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।
এ বিষয়ে ফরিদপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রাকিবুল ইসলাম গণমাধ্যম কর্মীদের বলেন, ওই দম্পতির বিরুদ্ধে ফরিদপুরের কোতোয়ালি থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com