রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ১২:২২ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
রাজশাহীর চারঘাটে দীর্ঘ ৭ বছর পর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেনের সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাসিক মেয়র এ এইচ এম
খাইরুজ্জামান লিটন। সম্মেলনে সভাপতি পদে বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারন সম্পাদক পদে ফকরুল ইসলাম নাম ঘোষনা করেন প্রধান অতিথি এ এইচ এম খাইরুজ্জামান লিটন।
বৃহস্পতিবার সকালে চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে বেলা ১০টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজশাহী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক এস এম কামাল (রাজশাহী বিভাগের দ্বায়িত্বপ্রাপ্ত)।
উপজেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ফকরুল ইসলামের সঞ্চালনায় অধিবেশনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য ও সম্মেলন শুভ উদ্বোধন ঘোষনা দেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দ্বারা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- স্থানীয় সাংসদ ও প্রতিমন্ত্রী শাহারিয়ার আলম এমপি, সংরক্ষিত আসনের এমপি আদিবা আনজুম মিতা, সাবেক এমপি রায়হানুল হক রায়হান, সংরক্ষিত আসনের সাবেক এমপি বেগম আখতার জাহান, রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারন সম্পাদক ডাবলু সরকারসহ কেন্দ্র, জেলা ও উপজেলা আওয়ামী লীগের সকল অংগসংগঠনের নেতকর্মীবৃন্দ।