রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৫ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী থানা প্রেসক্লাবে দৈনিক সকালের বাণী পত্রিকা ২য় বর্ষে পদার্পন করায় এক আলোচনা সভা শুক্রবার (১ নভেম্বার) সকাল ১১টায় অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ফুলবাড়ীর বিশিষ্ট ঠিকাদার মেসার্স সাইদুর রহমান। এতে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আফজাল হোসেন।
তিনি তার বক্তব্যে বলেন, গত ১ বছর আগে বহুল প্রচারিত দৈনিক সকালের বাণী পত্রিকাটি সুনামের সাথে প্রকাশ করে উত্তর অঞ্চলে সুনাম কুড়িয়েছেন। পত্রিকাটি তার নিজস্ব ভাব ভাষায় খেটে খাওয়া মেহনতি মানুষদের সুখ দুঃখের কথা এবং অনিয়ম দূর্নীতির কথা তুলে ধরেন। পত্রিকাটি কোন দলের পক্ষে ছিলেন না, ছিলেন নিরপেক্ষ ভাবে। এখনও নিরপেক্ষভাবে পত্রিকাটি তার চলার গতি এগিয়ে নিয়ে যাচ্ছেন। দৈনিক সকালের বানী পত্রিকাটি ২০২৩ইং সালে প্রকাশনা শুরু করে ২০২৪ সালে ২য় বর্ষে পদার্পন করে।
দৈনিক সকালের বাণী তার নিজ গতিতে গ্রাম বাংলার মানুষের কাছে পরিচিতি হয়েছেন। আগামীতে দৈনিক সকালের বানী পত্রিকাটি আরো অগ্রযাত্রা অব্যাহত থাক এই কামনা করছি।
এ সময় আরো উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সহ. সভাপতি মোঃ আশরাফুল আলম, ডা. মহব্বত আলী, সাংবাদিক মো. নুর ইসলাম, মো. রবিউল ইসলাম, মো. আবু হেলাল সরকার, মো. মোরশেদুর রহমান, লিটন সরকার, প্রবীর গাঙ্গুলী, মো. রাফিউল ইসলাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রেসক্লাবের সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।