শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ০২:১৩ পূর্বাহ্ন
নাসির উদ্দিন শাহ্- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারী জেলার সৈয়দপুর থানা পুলিশ ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ ১ম আদালতে চেক সংক্রান্ত মামলার রায়ে এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোস্তাক আহমেদ কায়সারকে(৫৯) গ্রেফতার করেছে।
গতকাল শনিবার রাত শহরের নতুন বাবুপাড়া পৌরসভা সড়ক থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার সকালে সাজাপ্রাপ্ত ওই আসামিকে নীলফামারী আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। সে সৈয়দপুর উপজেলার ওয়াপদা হাজীপাড়া এলাকার মৃত মোয়াজ্জেম হোসেনের পুত্র।
থানা সূত্রে, গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে গত ২০১৫ইং সালে অর্থ আত্মসাৎ বিষয়ে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের ১ম আদালতে চেক সংক্রান্ত একটি মামলা হয়। যার নং-সিআর-৪৬৪/ ২০১৫।
ওই মামলায় আদালত আসামিকে হাজিরা দেয়ার নির্দেশ দিলেও সে থাকে অনুপস্থিত। অবশেষে মামলার স্বাক্ষ্য প্রমাণ ও যুক্তি তর্ক শেষে তার অনুপস্থিতিতে চলতি বছরের ৩১শে জানুয়ারী রায় দেন আদালতের বিজ্ঞ বিচারক। এতে তার এক বছরের কারাদন্ড দেয়া হয়। পরে আসামি মোস্তাক আহমেদ কায়সারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। আদালতের ওই পরোয়ানাটি নীলফামারী পুলিশ সুপারের মাধ্যমে থানায় আসে গত ১৯শে মার্চ।
পরোয়ানাটি তামিল করতে সৈয়দপুর থানার উপ পরিদর্শক মোঃ সাহিদুর রহমান পলাতক আসামি মোস্তাককে ধরতে বিভিন্ন এলাকায় অভিযান চালায়। কিন্তু সে থাকে ধরাছোঁয়ার বাইরে। অবশেষে নিয়োগ করা হয় সোর্স।
পরে সোর্সের দেয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার রাতে নতুন বাবুপাড়া পৌরসভা সড়ক এলাকায় উপ-পরিদর্শক সাহিদুর রহমান ও আহসান হাবিবসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে পৌরসভা সড়কের রাস্তার পাশে থেকে আসামি মোস্তাক আহমেদ কায়সারকে গ্রেফতার করে।
সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল হাসনাত খান সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন তাঁকে আজ রবিবার আদালতে পাঠানো হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com