বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পাবনার চাটমোহরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬০) এক ব্যক্তি নিহত হয়েছে। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার ডিবিগ্রাম ইউনিয়নের সিঙের জোলা ব্রীজ এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর সূত্রে জানা গেছে, এ দিন দুপুরে চাটমোহর স্টেশনের ১কি:মি: পশ্চিমে সিঙের জোলা ব্রীজের উপর দিয়ে অজ্ঞাত ঐ ব্যক্তি হেঁটে যাচ্ছিল। এসময় খুলনা থেকে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি ব্রীজের নিচে নদীতে পরে যায়। নদীর শ্রোতে ভেসে যাওয়ার মুহুর্তে স্থানীয় কৃষকরা তাকে উদ্ধার করে উপরে নিয়ে আসার মুহূর্তে তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) নয়ন কুমার দাস জানান, লাশের পরিচয় শনাক্ত করা যায়নি। যেহেতু ট্রেনের ধাক্কায় ব্যক্তিটি নিহত হয়েছে, তাই আমরা সিরাজগঞ্জ জিআরপি পুলিশকে অবহিত করেছি।