বুধবার, ০৯ Jul ২০২৫, ০১:০৮ পূর্বাহ্ন
রবিন চৌধুরী- রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (ফ্রন্টডেক্স) ঝন্টু আলী দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৩ জুন) দিবাগত রাত ১২.১৫ মিনিটে ভারতের হায়দ্রাবাদের এআইজি হাসপাতালে দুরারোগ্য সেল ক্যানসারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলী’র মৃত্যুতে রংপুর জেলা প্রশাসন গভীর শোক প্রকাশ করেছেন। জানা যায় যে, নিহত ঝন্টু আলীর গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার বাহাদুপুর ইউনিয়নের বাসিন্দা। ঝন্টু আলী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিষ্ট্রি বিভাগের ছাত্র ছিলেন।
এদিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ঝন্টু আলীর মৃত্যুতে রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল। তার শোক বার্তায় অকাল মৃত্যুতে জেলা প্রশাসন গভীরভাবে শোক প্রকাশ করেছেন। সেই সঙ্গে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন করেছেন।