বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪, ১১:৪৪ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফুলবাড়ীতে মিলাদ মাহফিল খাবার বিতরণ ও বৃক্ষরোপন কর্মসূচি পালন করা হয়েছে।
রবিবার দুপুর তিনটায় ফুলবাড়ী উপজেলা ও পৌর বিএনরপি’র দলীয় কার্যালয়ে এ মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, মিলাদ মাহফিল ও আলোচনা শেষে অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়, খাবার বিতরণ শেষে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন জায়গায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেন যুবদলের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ফুলবাড়ী পৌর যুবদলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম জুয়েলের সভাপতিত্বে, ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শিবলী সাদিকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপি’র যুগ্ন সাধারণ সম্পাদক সাহাজুল ইসলাম।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ মোস্তাক আহমেদ চৌধুরী খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী পৌর বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক মর্তুজা হক শাহ অষ্টিন, ফুলবাড়ী উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক তোফায়েল হোসেন চৌধুরী, পৌর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নুর আলম নুরুল্লাহ, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক আব্দুর রহমান, যুগ্ন আহবায়ক হীরা সরকার, যুগ্ন আহবায়ক মারুফ হোসেন, যুবদল নেতা বেলাল উদ্দিন ডেভিড সহ পৌর, উপজেলা ও ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ। এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।