শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৫ অপরাহ্ন
দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া বাজারে কালীপূজায় গভীর রাতে জমজমাট জুয়ার আসর দেখার কেউ নেই। দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির পাঠকপাড়া বাজারে, পাঠকপাড়া কালীমন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মেলা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য প্রদীপ কুমার এর নেতৃত্বে প্রতিবছরের ন্যায় গত ১৩/১১/২০২৩ইং তারিখ থেকে উক্ত মেলাটি চলছে। সেই মেলাই বসেছে বিভিন্ন রকমের দোকান পাট ও মিষ্টির দোকান সহ নানা রকম কসমেটিস্ এর দোকান।
মেলায় সন্ধ্যা থেকে রাত্রী ১২টা পর্যন্ত নারীপুরুষ সহ বিভিন্ন জাতির জনসাধারণের আগমন ঘটে। মেলা চলাকালীন গভীর রাত্রীতে মেলা কমিটির সভাপতি ও পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার নাইট চুক্তিতে মেলাতে জুয়ার আসর বসান। সেই জুয়ার আসর ভোর পর্যন্ত চলে। স্থানীয় আইন শৃঙ্খরা বাহিনীর কিছু লোককে ম্যানেজ করে চলছে সেই জুয়ার আসর।
গত বুধবার সাংবাদিকেরা সেখানে গিয়ে জানতে পারে এখানে ঐ সাবেক ইউপি সদস্যের নেতৃত্বে এই জুয়ার আসর বসানো হয়। জুয়ার আসর বসায় এলাকার কিছু লোক মোটা অংকের টাকা হারিয়ে পথে বসেছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে পাঠকপাড়া কালীমন্দিরের পূজা উদযাপন কমিটির সভাপতি ও মেলা কমিটির সভাপতি সাবেক ইউপি সদস্য প্রদীপ কুমার এর সাথে কথা বললে তিনি জানান, আইন শৃঙ্খলা বাহিনীকে ম্যানেজ করে এই জুয়ার আসর ও মেলা পরিচালনা করা হয়। তাদের সাথে কথা না বলে কি ঐ মেলা ও জুয়ার আসর চালাচ্ছি।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com