মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০:১০ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করছে শিক্ষা শান্তি ও উন্নতির সেবামূলক সংগঠন দি ইয়ুথ‘স অব ঘাসিগাঁও।
৩০শে জানুয়ারি সোমবার সকালে উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের ঘাসিগাঁওয়ে এ গ্রামের প্রবাসীদের আর্থিক অনুদানে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠক খালেদুর রহমান লাকীর সভাপতিত্বে ও সংগঠক মোহাম্মদ আল-আমীনের সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- গ্রামের প্রবীণ মুরব্বি আব্দুল হান্নান, গোলাম কিবরিয়া, ইন্তাজ আলী, ধারাভাষ্যকার আবু সাঈদ, সিরাজ মিয়া, নুর মিয়া, সুহেল মিয়া, সংগঠনের সদস্য মিসবাহ উদ্দিন, কাওছার আহমদ, দিলওয়ার হোসেনসহ গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা গ্রামের প্রবাসীদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করে বলেন- সমাজের সুবিধা বঞ্চিত মানুষের সেবার লক্ষ্যে আপনারা যে দান খয়রাত করে যাচ্ছেন তার জন্য ধন্যবাদ। পাশাপাশি আগামীতেও আপনারা তাদের পাশে থাকবেন এই প্রত্যাশা করছি।