সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:৩৭ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। সোমবার (১৪ই আগস্ট-২৩ইং) রাতে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সাংবাদিকদের নিকট সহযোগিতা চান নব নিযুক্ত ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম। এসময় মাদক, জুয়া, চুরি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্মকান্ড রোধে ওসিকে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন সাংবাদিকবৃন্দ।
মতবিনিময় কালে উপস্থিত ছিলেন, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুস সালাম, থানার এসআই জয়ন্ত সরকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি তজম্মুল আলী রাজু, সাধারণ সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কার্যকরী সদস্য মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, প্রনঞ্জয় বৈদ্য অপু, সদস্য শহিদুর রহমান, অসিত রঞ্জন দেব, নূর উদ্দিন, আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি আশিক আলী, সহসভাপতি কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সুহেল, কোষাধ্যক্ষ আব্দুস সালাম, সদস্য মিছবাহ উদ্দিন, আক্তার আহমদ শাহেদ, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ ও সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।