মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০১:২১ পূর্বাহ্ন
আবুুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথে সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তার নাম আবুল কালাম ফনিক। তিনি উপজেলার লামাকাজি ইউনিয়নের মুন্সীরগাঁও গ্রামের মৃতঃ আবদুন নুরের ছেলে। বুধবার ৫ই এপ্রিল সকাল ১০টায় সিলেট শহর থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে- গ্রেফতার আবুল কালাম ফনিকের বিরোদ্ধে একাধিক এনআই অ্যাক্ট মামলা রয়েছে। এসব মামলায় তাকে দুই বছর ৬ মাস সাজা ও ২৪ লাখ ৮০ হাজার টাকার দণ্ড দেন বিজ্ঞ আদালত।
দণ্ড নিয়ে বছরের পর বছর তিনি পালিয়ে বেড়াচ্ছিলেন। অবশেষে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ আলী আজাহার ও এসআই শাহপরান মোল্লার নেতৃত্বে অভিযান চালিয়ে বুধবার তাকে গ্রেফতার করতে সক্ষম হয় থানা পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে থানা এসআই জয়ন্ত সরকার বলেন- যথাসময়ে গ্রেফতার হওয়া ব্যক্তিকে সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।