বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৫ অপরাহ্ন
আল মামুন মিলন- পার্বতীপুর(দিনাজপুর) প্রতিনিধিঃ
মাদক কারবারিদের তালিকা প্রস্তুত করতে হবে। শুধুমাত্র কিছু সংখ্যক মাদকদ্রব্য উদ্ধারই নয় এর উৎপত্তির জায়গায় আঘাত হানতে হবে। মুল হোতাদের বের করতে হবে। তবেই আমরা মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পারবো।
সোমবার (৯ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আইন শৃংখলা কমিটির মাসিক সভায় উপজেলা আইন শৃংখলা কমিটির সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ হাফিজুল ইসলাম প্রামানিক তার বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, মাদকের ব্যবহার সমাজকে অদ্ধকারের দিকে ঠেলে দেয়। দেখা দেয় নানা অবক্ষয়ের।সচেতনতা বৃদ্ধিসহ এর মূল উৎপাঠন বন্ধে প্রশাসনের প্রতি ইঙ্গিত দেন তিনি।
উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ ইসমাঈল এর সভাপতিত্বে এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, পৌর মেয়র মোঃ আমজাদ হোসেন, এ্যাসিল্যান্ড মাহমাদুল হাসান, মডেল থানার (ওসি তদন্ত)হাফিজ মোঃ রায়হান, রেলওয়ে থানার ওসি একে এম নুরুল ইসলাম ভাইস্ চেয়ারম্যান আমিরুল মোমেনিন মোমিন, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রমুখ।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com