বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:৩৪ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত প্রথম জাতীয় অনলাইন নিউজ পোর্টাল সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর ২০২২ইং সালের শ্রেষ্ঠ রিপোর্টার নির্বাচিত হয়েছেন বিশ্বনাথের মোঃ আবুল কাশেম। তিনি দীর্ঘদিন ধরে ওই অনলাইন নিউজ পোর্টালের স্টাফ রিপোর্টা পদে কর্মরত রয়েছেন।
আবুল কাশেম ওই নিউজ পোর্টালের সাথে শুরুতে বিশ্বনাথ উপজেলা প্রতিনিধি হিসেবে যুক্ত হন। দীর্ঘ ৬ বছর কাজ করার পর ২০১৯ইং সালের নভেম্বর মাসে তাকে স্টাফ রিপোর্টারে পদায়ন করা হয়।
নিয়মিত প্রতিবেদনসহ সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সংবাদ নিয়মিত প্রেরণ করায় নিউজ পোর্টালের ৮ম বর্ষপূর্তিতে সম্প্রতি সম্পাদকমন্ডলীর মূল্যায়ন সভায় তাকে শ্রেষ্ঠ রিপোর্টার হিসেবে নির্বাচিত করা হয়।
আবুল কাশেম-এর উত্তরোত্তর সাফল্য, সু-স্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম এর প্যানেল এবং সম্পাদকমন্ডলী।
উল্লেখ্য যে- মোঃ আবুল কাশেম ৭১সংবাদ২৪.কম-এ সিলেট জেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত আছেন। তার শ্রেষ্ঠত্ব অর্জনের মতো সফলতায় ৭১সংবাদ২৪.কম পত্রিকা পরিবারের পক্ষ থেকে সম্পাদক ও প্রকাশকের অভিনন্দন।