শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৫:২২ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
জাপানের জাইকা-সেপ প্রকল্পের প্রতিনিধি দল এ আর মালিক সীডস্, ওয়াল্ড ভিশন বাংলাদেশ এবং বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ সহযোগিতায় বাস্তবায়িত বড় হাট ময়নামতি সবজি চাষী দলের কালেকশন পয়েন্টের কার্যক্রম ও ভাবকি গ্লোরী সবজি চাষী দলের চাহিদা ভিত্তিক প্রশিক্ষন পরিদর্শন করেন।
পরিদর্শনে আর উপস্থিত ছিলেন- কৃষিবিদ আবু রেজা মোঃ আসাদুজ্জামান,উপজেলা কৃষি কর্মকর্তা,বীরগঞ্জ-দিনাজপুর, কৃষিবিদ ডঃ আকিক বিন জোহার, আর এন্ড ডি-ম্যানেজার, মালিক সীডস্, বীরগঞ্জ-দিনাজপুর, পরিতোষ গৌস্বামী, কো-অডিটর মার্কেট ডেভলপমেন্ট ওয়েষ্ট-মালিক সীডস্, ম্যানুয়েল হাসদা, বীরগঞ্জ এপি ম্যানেজার, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, সৈয়দ সাগীর আহাম্মেদ, কো-অর্ডিনেটর, ওয়াল্ড ভিশন বাংলাদেশ, নিলফামারী, মোঃ লুৎফর রহমান, এরিয়া ম্যানেজার-মার্কেট ডেভেলপমেন্ট, মালিক সীডস্, দিনাজপুর, আল-মুনতাকিম আক্তার, বাজার উন্নয়ন কর্মকর্তা, মালিক সীডস্, ঠাকুরগাঁও, মোঃ মুনজুর রহমান শাকিব, বাজার উন্নয়ন কর্মকর্তা, মালিক সীডস্-দিনাজপুর।
এছাড়াও উপস্থিত ছিলেন- দুই কৃষক দলের লিড ফার্মার, কমিটি ও সাধারণ সদস্য বৃন্দ।