শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:২৮ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম-ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জ উপজেলায় উন্নত কৃষি প্রযুক্তির রিপার মেশিন ও রাইস ট্রান্সপ্লান্টার মেশিন বিতরণ করা হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা ২ টার দিকে কৃষি অফিস চত্বরে উপজেলার ৫টি ইউনিয়নে সুবিধাভোগী কৃষকদের মাঝে কৃষি কর্মকর্তা ধীবা রায় ধান কাটার ও ধান রোপনের এসব মেশিন বিনামূল্যে বিতরণ করেন।
জানা গেছে, গত ২০২৪-২৫ অর্থবছরের রংপুর বিভাগ কৃষি ও গ্রামীণ উন্নয়ন প্রকল্প(১ম সংশোধিত) এর আওতায় ১৫টি রিপার ও ১৫টি ট্রান্সপ্লান্টার মেশিন ৩০টি গ্রুপের মধ্যে প্রদান করেছে। মোট ৪৮টি গ্রুপের সুবিধাভোগীদের মধ্যে এসব মেশিন পর্যায়ক্রমে বিতরণ করা হবে। প্রতিটি রিপার মেশিনের মূল্য প্রায় ২ লক্ষ ৮ হাজার টাকা। কৃষকদের হাতে এই মেশিনগুলো উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানার উপস্থিতিতে হস্তান্তর করেন উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির এই মেশিন গুলোর মাধ্যমে ধান কাটা, গম কাটা, এলোমেলো ধানও কাটা যায়। দ্রুততম সময়ে চারা তৈরি, রোপন এবং কর্তনে সহায়তা করবে রাইস ট্রান্সপ্লান্টার ও রিপার মেশিন। ধান রোপনের ক্ষেত্রে শ্রমিক স্বল্পতার যুগে যন্ত্রটি কৃষকের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও আর্থিক সাশ্রয়ে সহায়ক। যা বর্তমান কৃষি বান্ধব সরকার প্রতিটি যন্ত্র বিনা মূল্যে দিচ্ছে। উন্নত কৃষি প্রযুক্তির সহজলভ্য এই যন্ত্রের ব্যবহার বাড়ানো গেলে ফসলের উৎপাদনশীলতা ও কৃষকের উৎপাদন খরচ অনেকটা কমানো সম্ভব হবে।