বুধবার, ১৬ Jul ২০২৫, ০৮:৩১ অপরাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্কঃ
রংপুরের তারাগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ব্যবস্থাপনায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-১/২০২৫-২৬ মৌসুমে গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ, সার প্রদান করা হয়েছে। সোমবার (১৪ জুলাই) কৃষি অফিস প্রাঙ্গনে এই কর্মসূচী উদ্বোধন করা হয়। বীজ বিতরনী কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানা।
জানা গেছে, গ্রীষ্মকালীন পেঁয়াজ ফসলের চাষ ও উৎপাদন বৃদ্ধির নিমিত্তে সরকারি প্রণোদনা হিসেবে উপজেলার ৩০০ জন কৃষক এর মাঝে বীজ, সার ও বালাইনাশক বাবদ নগদ অর্থ প্রদানসহ পেঁয়াজ চাষে করণীয় শীর্ষক লিফলেট বিতরণ করা হয়।
এই উদ্যোগের প্রশংসা করে কৃষকরা বলেন, কৃষি খাতে এই প্রণোদনা (গ্রীষ্মকালিন পেঁয়াজ বীজ) প্রান্তিক কৃষকের মাঝে পেঁয়াজ উৎপাদনে নতুন মাত্রার আশা যোগাবে। এই ধারা ভবিষ্যতে অব্যাহত থাকলে আরও অধিকসংখ্যক কৃষক উপকৃত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায় বলেন, এই উদ্যোগের মাধ্যমে সরকার প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি তাদের অর্থনৈতিক অবস্থার উন্নতি সাধন করতে চায়। এ ধরনের কর্মসূচি প্রান্তিক কৃষকদের মধ্যে ব্যাপক সাড়াও ফেলেছে, যা কৃষি খাতে উন্নয়নে একটি বড় পদক্ষেপ।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজিমুল ইসলাম মীম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মিলন চন্দ্র রায় সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের উপকারভোগী কৃষক।