শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৯ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি, তথ্য দিন সেবা নিন এই শ্লোগান গুলোকে সামনে রেখে, ময়মনসিংহের ত্রিশাল মধ্যবাজারে ২৪শে জানুয়ারি মঙ্গলবার বিট পুলিশিং সমাবেশ ও গ্রাম পুলিশদের মাঝে শীতবস্ত্র বিতরন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন- মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম সেবা, জেলা পুলিশ সুপার, ময়মনসিংহ, বক্তব্যে আইন শৃঙ্খলা সার্বিক বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি বক্তব্যে আরও বলেন- প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নে দেশ আজ এগিয়ে যাচ্ছে। সভাপতিত্ব ও সঞ্চালনা করেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাইন উদ্দিন।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন (ত্রিশাল) সার্কেল এএসপি অরিত সরকার, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মতিন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, ত্রিশাল পৌরসভা মেয়র এবিএম আনিসুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা খানম রুমা, নবী নেওয়াজ সরকার, আশরাফুল আলম, শোভা আকন্দ। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধাগন, জনপ্রতিনিধিবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান,সাংবাদিক ও গণ্যমান্যব্যক্তিবর্গ প্রমূখ। সভায় বক্তারা বলেন- সন্ত্রাস-জঙ্গিবাদ, নারী নির্যাতন, ইভটিজিং, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম অপরাধ ও মাদক নির্মূল, অপমৃত্যু এবং ধর্ষণ বিরোধী বিট পুলিশিং সমাবেশ এর মাধ্যমে মানুষকে সচেতন করার কাজ করে যাচ্ছে পুলিশিং কর্মকর্তারা।