বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৬ পূর্বাহ্ন
মথি ত্রিপুরা- বান্দরবান জেলা প্রতিনিধিঃ
যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় আজ বান্দরবান পার্বত্য জেলার অধীনস্হ থানছি উপজেলায় বলীপাড়া ইউনিয়নে আইলমারা-বাগান পাড়ার পশ্চিম বলীপাড়া ধম্মাজেয়া বৌদ্ধ বিহারে সংশ্লিষ্ট ও তৎসংলগ্ন এলাকা হতে আগত হাজারো পূণ্যার্থীদের অংশগ্রহণের মধ্য দিয়ে ২১তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়েছে।
এটি বৌদ্ধদের নিকট শ্রেষ্ঠ দানোৎসব। এই দানের প্রধান দানীয় বস্তু হলো বৌদ্ধ ভিক্ষুদের পরিধানযোগ্য চারটি অংশবিশেষে একসেট রঙ্গিন(লাল রঙ) বস্ত্র। কঠিন চীবর দানের মর্ম বলতে গিয়ে থানচি হেডম্যান পাড়ার বিহারাধ্যক্ষ ভন্তে ওয়িসাঃরাদাঃ মহাথের বলেন- “এই দানোৎসবটি একটি বৌদ্ধ বিহারে বছরে কেবলমাত্র কার্তিক মাসে একদিনে একটিবারের জন্য দান করা যায়।
এই বস্ত্রটি দানের জন্য সুতা তৈরি হতে শুরু করে কাপড় বুনন ও পোশাক তৈরিকরণ কাজটি অনুষ্ঠানের জন্য নির্ধারিত একটি দিনে অর্থাৎ ২৪ ঘন্টার মধ্যেই সম্পন্ন করতে হয় এবং বৌদ্ধ ভিক্ষুকে দান করা হয়। তাই এর নামকরণ কঠিন চীবর বা বস্ত্র”।
অনুষ্ঠানে প্রধান চীবরটি সংশ্লিষ্ট বিহারাধ্যক্ষ ভন্তে করূণাশ্রী মহাথেরোর নিকট দান করেন, বাগান পাড়ার কারবারি বাবু উসিংমং মারমা ও তাঁর পরিবার এবং আগত শত শত দায়ক-দায়িকা উপস্থিত ভিক্ষুমন্ডলীকে শত শত চীবর দান করেন। এছাড়াও একই দিনে সকাল বেলায় আইলমারা পাড়া, বাগান পাড়াবসী ও তৎসংলগ্ন এলাকাবাসীগণ পথিমধ্যে সারিবদ্ধ ভিক্ষুগণকে পিন্ডদান করেন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- থানচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও থানছি উপজেলা পরিষদের চেয়ারম্যান বাবু থোয়াইহ্লামং মারমা; বলীপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু অংসিংম্যা মারমা ও বলীপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবু জিয়াঅং মারমা’সহ বৌদ্ধ সমাজের বিভিন্ন শ্রেণির ব্যক্তিবর্গ। অনুষ্ঠানটি থানচি অনাথ আশ্রমের পরিচালক ও অধ্যক্ষ এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিহারাধ্যক্ষ ভন্তে করুণাশ্রী মহাথের।