বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৫:২১ অপরাহ্ন
মথি ত্রিপুরা- থানচি(বান্দরবান) প্রতিনিধিঃ
মহান বিজয় দিবস উপলক্ষে বান্দরবান থানচিতে বিজিবি’র পরিচালনায় গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার ১৬ই ডিসেম্বর সকাল ১০ঃ৩০টা সময় ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে গরীব অসহায়দের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও শীতবস্ত্র বিতরণ করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ৩৮, বিজিবি ব্যাটালিয়ন, বলিপাড়া জোন অধিনায়ক লেঃ কর্ণেল খন্দকার মোঃ শরীফ উল আলম।
উপস্থিত ছিলেন- সহকারী পরিচালক মোঃ মুন্সি ইমদাদুর রহমান, বলিপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কেঙ্গু মৌজার হেডম্যান ক্যসাউ মারমা, থাইক্ষ্যং মৌজার হেডম্যান মংপ্রু মারমা, মেম্বার উচনু মারমা, মেম্বার পিতরাং ত্রিপুরা, মেম্বার ক্যসাপ্রু মারমাসহ স্থানীয় কারবারি ও জনসাধারণবৃন্দ।
দিবসটি উপলক্ষে ক্যাপ্টেন মোঃ তসলিম আহমেদ এ এম সি পরিচালনায় বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়। মহান বিজয় দিবসের বীর শহীদের স্মরণে কিছুক্ষণ নিরবতা পালন করে বিনম্র শ্রদ্ধা জানানো হয়েছে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com