বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৫৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর এলাকায় ট্রাক চাপায় সালমা বেগম(৩৫) নামের এক মহিলা গুরুতর আহত হয়েছে। এই ঘটনাটি ঘটে শনিবার সকাল ১০ ঘটিকার সময় ধুনট পৌর এলাকার অফিসের পাড়ায়।
থানা পুলিশ সূত্রে জানা যায়, (১০ ফেব্রুয়ারি) অনুমান সকাল ঘটিকার সময় পৌর এলাকার অফিসার পাড়ায় আলহাজ্ব কালামের বাড়ীর সামনে পাকা রাস্তা পারাপার হওয়ার সময়। অফিসার পাড়ার সিরাজুল ইসলামের স্ত্রী সালমা বেগম। (বগুড়া-ড-১১-২৭১২) একটি বালু ভর্তি ট্রাকের চাকা সালমার বাম পায়ের উপর দিয়ে গেলে, পা পিষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় পরিবারের লোকজন সালমাকে উদ্ধার করে।
ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সালমা বেগমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করেন।
ধুনট থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাকের হেল্পার শাহিন সরকারকে (২৩) আটক করেন এবং একটি ট্রাক জব্দ করে থানায় নিয়ে আসেন।