বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ১১:৩৮ পূর্বাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
ময়মনসিংহের নান্দাইল উপজেলার বগরিকান্দা গ্রামবাসীর উদ্যোগে মুর্দেগানের রুহের মাগফিরাত কামনায় ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন করতে প্রস্তুত।
আজ বুধবার বগরিকান্দা মধ্যপাড়া জামে মসজিদের উদ্যোগে বগরিকান্দা ঈদগাঁও মাঠে বাদ আসর হতে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোঃ সাইফুল ইসলাম চেয়ারম্যান ৮নং সিংরইল ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন (১) মোঃ দ্বীন ইসলাম জেনারেল ম্যানেজার উত্তরা ঢাকা। (২) সোহরাব উদ্দিন বিশিষ্ট ব্যবসায়ী
হযরত মাওলানা হারুন উর রশিদ সাহেব ও হাজী হযরত মাওলানা সিদ্দিক হুসাইন সাহেবের সভাপতিত্বে এবং মাওলানা আতাউল্লাহ হোসেনপুরীর পরিচালনায় ওয়াজ মাহফিলে কোরআন ও হাদিসের আলোকে বয়ান পেশ করবেন হযরত মাওলানা আনিসুর রহমান রাজপুরী সাহেব হবিগঞ্জ সিলেট।
বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মোফাসের কোরআন মাহফিলে মূল্যবান বয়ান পেশ করবেন হযরত মাওলানা মুর্শেদ আলী সাহেব মুর্শেদিয়া মাহবুবিয়া কওমি মাদ্রাসা উত্তর গোবিন্দপুর হোসেনপুর কিশোরগঞ্জ। বিশেষ মেহমান হিসেবে বয়ান পেশ করবেন মুফতি এমদাদ উল্লাহ উবাইদী সাহেব পরিচালক মাদ্রাসাতুল সাহাবা ইসলামিয়া নারায়ণগঞ্জ, ঢাকা।
বগরিকান্দা গ্রামবাসি (২৮ ফেব্রুয়ারি) ৪র্থ বার্ষিক ওয়াজ মাহফিলে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিনীতভাবে অনুরোধ জানিয়েছেন।