শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫, ০৬:৪৬ পূর্বাহ্ন
৭১সংবাদ২৪.কম- ডেস্ক.
তারুণ্যের উৎসবের অংশ হিসেবে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “পলিমাটি” তামদারি (ভোজন) উৎসব পালন করেছে।
শুক্রবার (২৪ জানুয়ারি) ২০২৫ইং রাজশাহীর পদ্মা নদীর তীরবর্তী চরে এ উৎসব পালন করা হয়। এ উপলক্ষে সংগঠনটি খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ধরণের খাবারের আয়োজন করে।
কুয়াশা আবৃত দিনে সংগঠনটির সাংস্কৃতিক কর্মীরা বিশেষ করে তরুণ-তরুণীরা নেচে গেয়ে এবং নিজেদের রান্না করা বিভিন্ন ধরণের খাবার খেয়ে এ উৎসব পালন করে। একই সাথে তারা দেশ মাতৃকার উন্নয়নে নিজেদের উজাড় করে দেয়ার প্রত্যয় ব্যক্ত করে।