রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ০৪:৫৭ পূর্বাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি.
রংপুরের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ২ রোগীকে চিকিৎসা সেবা না দেয়ার অভিযোগ উঠেছে নার্সের বিরুদ্ধে। এ ঘটনায় উক্ত ১ জন নার্সকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে এবং উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছেও অনুরুপ লিখিত অভিযোগ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, উপজেলার পাঁচগাছি ইউনিয়নের পানেয়া গ্রামের স্বাধীন মিয়া ও আছমতপুর গ্রামের নাদু মিয়ার মধ্যে বেশ কিছু দিন থেকে জমি নিয়ে বিরোধ চলছে। এরই জের ধরে ১২ জানুয়ারি নাদু মিয়ার লোকজন স্বাধীন মিয়ার বাড়ীতে প্রবেশ করে তার ও স্ত্রী সুমি বেগমের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। হামলায় স্বাধীন ও তার স্ত্রী সুমি গুরুতর আহত হলে এলাকাবাসী তাদের উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সে সময় জরুরী বিভাগে দায়িত্বরত নার্স রুনা লায়লা আক্তার (রুমা) রোগীদ্বয়কে চিকিৎসায় সহায়তা না দিয়ে বের করে দেয়।
এমতাবস্থায় সেখানে চিকিৎসা না পেয়ে স্বাধীন ও তার স্ত্রীকে পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদিকে মারপিট ও নার্সের এহেন ঘটনায় আহত সুমি বেগম উক্ত নার্স সহ ৯ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার কাছেও একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে।