মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৪:৪৫ পূর্বাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফ.
রাজশাহীর পুঠিয়ায় ভালুকগাছি ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকালে এস আর উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন কৃষকদলের আহবায়ক ফিরোজ হোসেনের সভাপতিত্বে ভালুকগাছি ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহবায়ক সানাউল্লা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
স্থানীয় কৃষকরা সমাবেশে আওয়ামী লীগ সরকারের সময় কৃষি পণ্য উৎপাদনে সার বীজ নিয়ে তাদের ভোগান্তির কথা তুলে ধরেন। তারা বলেন, বিগত সরকারের সময় সরকারি সার বীজ এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীরা ভাগ বাটোয়ারা করে নিয়ে প্রকৃত কৃষকদের বন্ঞ্চিত করেছে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা কৃষকদলের আহবায়ক শফিকুল আলম সমাপ্ত। প্রধান বক্তা ছিলেন রাজশাহী জেলা কৃষকদলের সদস্য সচিব আকুল হোসেন মিঠু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, পুঠিয়া উপজেলা কৃষকদলের আহবায়ক রিপন রেজা, সদস্য সচিব মাহাবুবুর রহমান, বিএনপি নেতা নাজমুল গনি পিন্টু, বিএনপি নেতা তৌহিদ মাষ্টার।
প্রধান অতিথি শফিকুল হক সমাপ্ত বলেন, ছাত্রদের পাশাপাশি কৃষকদলের সর্বস্তরের নেতাকর্মীরা ফ্যাসিস্ট হাসিনাকে দেশ ছাড়া করেছে। খাল খনন করে কৃষক ভাগ্য পরিবর্তন করেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এই সমাবেশে স্হানীয় কৃষকদলের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।