শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:৪৪ অপরাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
পুঠিয়ায় মাদকদ্রবের অপব্যাবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমম্নিত কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ৩০শে জুন সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এ কর্মশালা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি এম হিরা বাচ্চু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- উপজেলা নির্বাহী অফিসার নূরুল হাই মোহাম্মদ আনাছ পিএএ।
মাদকদ্রব্য অফিসার আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কৃষি অফিসার শামসুন নাহার ভুঁইয়া, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহরাওয়ার্দী হোসেন, উপজেলা ভাইস্ চেয়ারম্যান আব্দুল মতিন মুকুল, মহিলা ভাইস্ চেয়ারম্যান মৌসুমি রহমান, বেলপুকুর ইউনিয়ন চেয়ারম্যান বদিউজ্জামাল বদি, জিউপাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান হোসনে আরা বেগম, ভালুক গাছি ইউনিয়ন চেয়ারম্যান তাকবির হাসান প্রসুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, সুধিজন।