মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০১:৩৭ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় দিনাজপুরের ফুলবাড়ীতে আওয়ামী লীগ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিভিন্ন উৎসাহ উদ্দীপনা কর্মসূচী পালন করেছে।
কর্মসূচীর মধ্যে ছিল দলীয় কার্যালয়ে গতকাল রবিবার সকাল সাড়ে ৬টা জাতীয় ও দলীয় পতাকা উত্তোলণ, পতাকা উত্তোলন শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, বেলা সাড়ে ৯টায় স্থানীয় কেন্দ্রীয় শহীদ স্মৃতি সৌধে বৃক্ষরোপন, বেলা সাড়ে ১১টায় দলীয় নেতা-কর্মী ও সর্বস্তরের জনগনের মাঝে গাছের চারা বিতরণ, প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, দিনব্যাপী বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান প্রচার, দলীয় কার্যালয় আলোকসজ্জিত করণ, দোয়া-মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্মসূচীতে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক সরকার, সাধারন সম্পাদক মোঃ মুশফিকুর রহমান বাবুল, যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ শাহ্ মোঃ আব্দুল কুদ্দুস সহ-সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমান, সহঃ সভাপতি আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম ডাবলু, অন্যতম সদস্য সৈয়দ হাসান মেহেদী রুবেল,ফুলবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি মামুনুর রশিদ চৌধুরী, বিভিন্ন ইউপি চেয়ারম্যান সকল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারন সম্পাদকসহ সহযোগী উপজেলা ও পৌর শাখার নেতা-কর্মি ও অঙ্গ-সংগঠনের নেতা-কর্মিরা। বিকাল সাড়ে পাঁচটায় ব্যান্ট পার্টিও বাজনা সহ এক বন্যার্ট্য র্যালি শহর প্রদক্ষিন করে দলীয়
কার্যালয়ে শেষ হয়।