রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:২৭ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল, “সঠিত তথ্যে ভোটার হব স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব” গতকাল শনিবার সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে ৬ষ্ঠ জাতীয় ভোটার দিবস পালনে উপজেলা চত্তর থেকে এক বর্ণঢ্য র্যালি বের হয়।
র্যালিটি উপজেলা চত্তর প্রদক্ষিণ করে নির্বাচন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করে উপজেলা নির্বাচন অফিসার মোঃ কাজল রানা। এসময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মোঃ আল কামাহ তমাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা পরিষদের সদস্য শফিকুল ইসলাম বাবু, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এছার উদ্দীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিধু ভূষন রায়, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম, মনিরুজ্জামান, উপসহকারী প্রকৌশলী ইব্রাহীক খলির সহ উপজেলার সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। র্যালি ও আলোচনা শেষে নতুন ভোটর সংগ্রহের উদ্বোধন করেন অতিথিবৃন্দ।
এসময় প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজনে ছিলেন, ফুলবাড়ী উপজেলা নির্বাচন অফিস।