শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৫:১৪ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযথ মর্যাদায় নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।
মঙ্গলবার সকাল ৭ ঘটিকার সময় উপজেলা পরিষদ চত্বরে স্বাধীনতা স্তম্ভে পুষ্প অর্পন করেন, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রানালায়ের স্থায়ী কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপি’র পক্ষে উপজেলা নির্বার্হী অফিসার মোঃ বশির গাজী, এরপর উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা পরিষদ, বাউফল থানা, বাউফল প্রেসক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন রাজনৈতিক দল।এর পর দিবসটির উপলক্ষে উপজেলা পরিষদ হল রুমে ইউএনও বশির গাজীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয় জনতা ভবনে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি শামসুল আলম মিয়ার সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এত বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মোশারেফ হোসেন খান, মহিলা ভাইস্ চেয়ারম্যান মরিয়ম বেগম নিশু, এ্যাডঃ মফিজুর রহমান, যুগ্ন সম্পাদক গোলাম কিবরিয়া পান্নু,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম খান, পৌর আ’লীগের সভাপতি ইব্রাহিম ফারুক, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হারুন অর রশিদ, পৌর যুবলীগে সভাপতি মামুন খান, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল প্রমূখ।