সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:০৯ অপরাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের রহমানগর গ্রামের আব্দুর রউফের পুত্র ডাকাতি মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামী দেলোয়ার হোসেনকে অবশেষে গ্রেফতার করা হয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-২ এর সহযোগিতায় আজ রবিবার ১২ই ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানী ঢাকার একটি ডায়গস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানায়- গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের কাছ থেকে খুব চতুরতার সাথে পালিয়ে বেড়াচ্ছিল। দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন জনকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা, প্রতারণা করে নিজেকে র্যাব, পুলিশ, সাংবাদিক ও সিআইডি পরিচয় দিয়ে অনেকের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়া, রামপাশার মানবপাচার মামলায় জড়িত রফিকুল ইসলাম ও অনন্যা প্রিয়া পিংকিদের সাথে সখ্যতা সহ বিভিন্ন অভিযোগ রয়েছে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান জানান- ঢাকাতে দেলোয়ারের অবস্থান নিশ্চিত হয়ে থানার এসআই জয়ন্ত সরকারের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম রোববার ঢাকা যান এবং তারা র্যাব-২ এর সহযোগিতার দেলোয়ারকে গ্রেফতার করতে সক্ষম হন।