মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৫ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
প্রবাসী অধ্যুষিত সিলেটের বিশ্বনাথে মারাত্বকভাবে দেখা দিছে দিন দিন বাড়ছে চুরি আর ডাকাতি।
এদিকে, দশদল বায়তুল নাজাত জামে মসজিদের দান বক্সের তালা ভেঙ্গে টাকা নিয়ে যায়। গরু ও টিউবওয়েল মসজিদের দান বক্স দোকানঘরসহ চুরি বৃদ্ধি পেয়েছে। গত ৪ দিনে উপজেলার বিভিন্ন জায়গায় ডাকাতি, গরু ও টিউবওয়েলের পাম্প চুরি হয়েছে। প্রায় প্রতিরাতে উপজেলার কোন না কোন এলাকায় চুরি-ডাকাতি বৃদ্ধির ফলে মানুষ নির্ঘুম রাত কাটাচ্ছেন।
পুলিশ প্রশাসনের নিরব ভুমিকার কারণে চুরি-ডাকাতি বৃদ্ধি হয়েছে বলে সচেতন মহল মনে করছেন।
বিশ্বনাথ সদর ইউনিয়নের ভাটশালা গ্রামের হাজী ফজলুর রহমান জানান- গত মঙ্গলবার দিবাগত রাতে বরইগাঁও গ্রামের তাজুল ইসলামের ৪টি ও একই গ্রামের মনু মিয়া ১টি গরু গোয়াল ঘরের তালা ভেঙ্গে ৫টি গরু চোরেরা চুরি করে নিয়ে গেছে। চুরি হওয়া ৫টি গরুর মূল্য প্রায় সাড়ে ৩লাখ টাকা হবে বলে তিনি জানিয়েছেন।
শেখেরগাঁও গ্রামের সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ জানান- গত মঙ্গলবার দিবাগত রাতে সৈয়দ আনোয়ার আলী, মোঃ আব্দুল খালিক, সৈয়দ হাব উল্লাহ, আহমদ আলী, আব্দুল মতিন, নুর ইসলাম গেদাই, এর পূর্বে সোনাফর আলী, জসিম উদ্দিনসহ আরো অনেকের টিউবওয়েলের পাম্প খুলে নিয়ে যায় চুরের দল।
সৈয়দ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন- বিশুদ্ধ পান করতে হিমশিম খাচ্ছেন তারা শেখেরগাঁও গ্রামের ৬টি পরিবারের সদস্যরা। বর্তমানে অন্যের বাড়ী থেকে তারা পানি সংগ্রহ করে দিনাদিপাত করছেন।
তিনি বলেন- দিনমজুর মানুষগুলোর চিন্তা করে অসহায় মানুষের পাশে দাঁড়াতে তিনি বৃত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।
এদিকে গত বৃহস্পতিবার রাতে হিমিদপুর গ্রামের সাবেক ইউপি সদস্য মরহুম ইজার আলীর বাড়ীতে ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাত দল পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ইজার আলী মেম্বারের পরিবারের সদস্যদের ১ ভরি সোনা ও রাজন মিয়ার দেড় ভরি সোনা নগদ ৪০ হাজার টাকা, মোবাইল সেটসহ প্রায় আড়াই লাখ টাকার মালামাল লুঠ করে নিয়ে যায় ডাকাত দল।
এ ব্যাপারে কথা হলে থানার অফিসার ইন-চার্জ গাজী আতাউর রহমান বলেন- বিষয়গুলো আমরা গুরুত্বের সাথে দেখতেছি।