মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩২ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশ্বনাথ পুরানবাজারের তরুণ ব্যবসায়ী মোঃ মফিক মিয়ার উদ্যোগে সোমবার ২৬শে ডিসেম্বর তাঁর নিজ গ্রাম সরুয়ালা, ননকীপাড়া ও বেখারগাঁর গ্রামবাসির সাথে মতবিনিময় করেছেন।
গ্রামের প্রবীণ মুরব্বী মোঃ মখছির আলী মাষ্ঠারের সভাপতিত্বে ও সংগঠক টিপু আলীর পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন- বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী, বিশ্বনাথ পুরানবাজারের তরুণ ব্যবসায়ী মোঃ মফিক মিয়া।
মফিক মিয়া সবার সহযোগিতা চেয়ে বলেন- আমি ইউনিয়নবাসির সেবা করতে চাই। ইউনিয়নবাসীর সেবা করতে পারলে নিজেকে ধন্য মনে করব।
সবার সহযোগিতা কামনা করে মফিক মিয়া আরো বলেন- সবার সহযোগিতা ছাড়া আমি লক্ষে পৌছাতে পারব না। সবার সহযোগিতা আমার বড়ই প্রয়োজন বলে মনে করি। দলমত নির্বিশেষে সবাইকে সহযোগিতা করার অনুরোধ করেন মফিক মিয়া।
এসময় উপস্থিত থেকে মতামত প্রকাশ করেন সরুয়ালা গ্রামের প্রবীণ মুরব্বী আখলাকুর রহমান, আব্দুল মান্নান, আব্দুল মতিন চৌধুরী, মনু মিয়া, ছুনু মিয়া, লিলু মিয়া, ননকীপাড়া গ্রামের প্রবীণ মুরব্বী মর্তুজ আলী, উস্তার আলী, মখলিছ মিয়া, বেখারগাঁও গ্রামের কমরু মিয়া, কিবরিয়া।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ৭নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী নেছার আহমদ মুজিব, অলি আহমদ, নাছির আহমদ।
এসময় উপস্থিত ছিলেন- কয়ছর মিয়া, সিরাজ মিয়া, আনোয়ার আলী, ফজলু মিয়া, জাহেদ আহমদ, আবুল আফসার দিহান, রাজিক আহমদ, শিপন আহমদ, রিপন আহমদ, রাজন মিয়াসহ গ্রামের মুরব্বীয়ান ও যুবকেরা।