শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩১ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
৬ই জুন মঙ্গলবার সকালে ভালুকা প্রেসক্লাব কার্য্যালয়ে বাংলাদেশের বহুল প্রচারিত ও পাঠক প্রিয় দৈনিক যায়যায়দিনের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটাও আলোচনা সভার মধ্যদিয়ে উদযাপিত হয়েছে।অনুষ্ঠানে দৈনিক যায়যায়দিনের ভালুকা প্রতিনিধি সফিউল্লা আনসারীর সভাপতিত্বে ও ভালুকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান সুমনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ভালুকা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ডঃ শেলিনা রশিদ, ভালুকার এ্যাপোলো ইন্সটিটিউট অব কম্পিউটারের অধ্যক্ষ এ আর এম শামসুর রহমান লিটন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খোকন হোসেন ঢালী, ভালুকা প্রেসক্লাব দপ্তর সম্পাদক ও আমার সংবাদের প্রতিনিধি আবুল বাশার শেখ, প্রথম আলোর ভালুকা প্রতিনিধি মাহমুদুল হাসান ফুরাত প্রমুখ।
এ সময় বক্তারা তাদের বক্তব্যে দৈনিক যায়যায়দিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ নানা শ্রেণী পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় যায়যায়দিন পত্রিকার সাবেক ভালুকা প্রতিনিধি প্রয়াত আব্দুল ওয়াদুদ মিয়ার রূহের মাগফেরাত কামনা করেন।