বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৩:০২ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
২৫শে জুলাই মঙ্গলবার সকাল ১০.০০ ঘটিকায় জেলা প্রশাসকের কার্যালয় ময়মনসিংহের প্রাঙ্গনে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ইং উদযাপন উপলক্ষ্যে র্যালি, ডিসি লেক, ময়মনসিংহে মাছের পোনা অবমুক্তকরণ ও পরবর্তীতে জেলাপরিষদ সম্মেলনকক্ষে আলোচনার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আবিদা সুলতানা, অতিরিক্ত ডিআইজি, ময়মনসিংহ।
আলোচনা সভার সভাপতিত্ব করেন মোঃ মোস্তাফিজার রহমান, জেলাপ্রশাসক ও জেলাম্যাজিস্ট্রেট, ময়মনসিংহ।
আরও উপস্থিত ছিলেন, শামীম হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, ময়মনসিংহ, মোঃ নজরুল ইসলাম, উপপরিচালক, মৎস্য অধিদপ্তর, ময়মনসিংহ।
মোঃ এহতেশামুল আলম, সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা, মোয়াজ্জেম হোসেন বাবুল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ, ময়মনসিংহ জেলা শাখা।