মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৩ পূর্বাহ্ন
আবুল কাশেম- সিলেট জেলা প্রতিনিধিঃ
ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মুখলিছুর রহমান এলাহাবাদ ইসলামিয়া আলিম মাদরাসার প্রতিষ্টতা পরিবার সদস্য, মহান বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
তিনি বাংলা ভাষাভাষীসহ দেশ বিদেশে অবস্থানরত সকল নাগরিকদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন- ১৯৭১ইং সালে যারা জীবন, যৌবন, রক্ত আর সতিত্বের বিনিময়ে আমাদেরকে স্বাধীন জাতি হিসেবে লাল সবুজের ভূ-খন্ড এনে দিয়েছে।
আমাদেরকে বিশ্বের দরবারে করেছে মহিয়ান, তাদের এই অবদানের কথা আমরা কখনও ভুলাবোনা। স্বাধীনতা যুদ্ধে জাতির এই শ্রেষ্ঠ সন্তানদের প্রতি রইল গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। আজকের এই দিনে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি দেশের প্রতিটি মানুষ যেন স্বাধীনতার পক্ষে উজ্জীবিত হয়ে দেশের উন্নয়নে সর্বদা সচেষ্ট থাকে এই প্রত্যাশা পোষন করছি।