");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-qr9tkl .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-qr9tkl .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-qr9tkl .gt_switcher .gt_current{display:none}.gt_container-qr9tkl .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-qr9tkl .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-qr9tkl .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-qr9tkl .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-qr9tkl .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-qr9tkl .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন
মুন্না শরীফ- মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান এমপি বলেছেন, ‘নারীদের ক্ষমতায়ন, সমাজে বিভিন্ন স্থানে জায়গা করে দেয়া, এটা আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা করে দিয়েছে। এই মাদারীপুর কয়েকটি স্থানে নারীরা ভোট দিতে পারতো না। শেখ হাসিনাই সর্বপ্রথম মহিলাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছে।
তোমাদের মনে রাখতে হবে আমাদের সংসদে প্রধানমন্ত্রী নারী, স্পিকার নারী, শিক্ষামন্ত্রী নারী। তোমারও একদিন দেশ পরিচালনা করবে। বৃহস্পতিবার (২৩ ফেব্রয়ারী) সকালে মাদারীপুর সরকারি সুফিয়া মহিলা কলেজের ৩৬তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রীদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
সরকারি সুফিয়া মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর রীনা রানী বৈদ্য এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাবেক পৌর মেয়র নুরুল আলম চৌধুরী বাবু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ওবায়দুর রহমান খান, সরকারি কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক কামাল হোসেন, অত্র কলেজের উপাধ্যক্ষ মো: ফারুক হোসেন ও শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকেই।