রবিবার, ১৩ Jul ২০২৫, ০২:৪৭ অপরাহ্ন
মাজেদুর রহমান- রাজশাহী বিভাগীয় ব্যুরোচীফঃ
মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ অপসারণের দাবিতে রাজশাহী জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন অত্র জেলার মোটরসাইকেল চালকরা।
৫ই জুলাই জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক আব্দুল জলিলের হাতে উক্ত স্মারক লিপি প্রদান করা হয়।
এ সময় রাজশাহী জেলার মোটরসাইকেল চালকরা উপস্থিত ছিলেন।
স্মারক লিপিতে বলা হয়েছে, গত ৩রা জুলাই সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে ৭ই জুলাই থেকে ১৩ জুলাই মহাসড়কে মোটরসাইকেল চলাচল বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সেই প্রজ্ঞাপনে যৌক্তিক কোন কারণ উল্লেখ করা হয়নি।
উক্ত বিধিনিষেধে আসন্ন ঈদে মোটরসাইকেল আরোহীদের যাত্রায় বিঘ্নতা ঘটানো হয়েছে। সেটি সারাদেশের মোটরসাইকেল আরোহীদের মাঝে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।
স্মারক লিপিতে আরও বলা হয়েছে, প্রকৃত পক্ষে মোটরসাইকেল আমাদের দৈনন্দিন জীবনে একটি অপরিহার্য অংশ বা বাহন। বর্তমানের তরুণ প্রজন্মের বিরাট একটা অংশ এই বাহকের মাধ্যমে জীবন জীবিকা নির্বাহ করে থাকে। ঈদে অংশ সময় কর্মজীবী চাকুরি করা তরুণরা ঘরমূখী হয়। তারা অনেক সময় অন্যান্য যানবাহনে টিকিট পায় না। সেক্ষেত্রে ঘরমুখো অনেক মানুষ এই বাহনে যাতায়াত করে থাকে।
অত্র স্মারক লিপিতে ট্রাফিক আইন মেনে প্রতিটি মোটরসাইকেল আরোহীকে মহাসড়কে চলাচলের অনুমতি দেওয়া অনুরোধ করেন তারা।