মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৫:৪৬ অপরাহ্ন
নাহিদুজ্জামান- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
বাংলাদেশ যুব অধিকার পরিষদের তারাগঞ্জ উপজেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা ও ইউনিয়ন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ জুন) বিকেলে উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি মোরশেদ রানা পারভেজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোরছালিন হকের সঞ্চালনায় তারাগঞ্জ ও/এ বালিকা স্কুল এন্ড কলেজ মাঠে এ সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ইকরচালী ইউনিয়ন শাখায় আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে ২০ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, রংপুর জেলা যুব অধিকার পরিষদের সভাপতি (ভারপ্রাপ্ত) কাদের আনসারি শিমুল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সহঃ সভাপতি রাফিউল ইসলাম শিশির, সাংগঠনিক সম্পাদক টিটুল ইসলাম টুটুলসহ উপজেলা ও ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সংগঠনের নীতি-আদর্শ মেনে এলাকায় যুব সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান।