শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ১২:৫২ পূর্বাহ্ন
মোঃ সাজ্জাদ- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুর নগরীর পার্কের মোড়ে রংপুর-কুডিগ্রাম মহাসড়কে আনুমানিক রাত ১০:১০ মিনিটে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
জানা গেছে, মোটর সাইকেল আরোহী ট্রাকের ধাক্কায় চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন।
ঘটনা স্থানে এলাকাবাসী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দূর্ঘটনা কবলিতদের সহযোগীতা করতে দেখা গেছে।
খবর পেয়ে ঘটনা স্থলে রংপুর মেট্রোপলিটন পুলিশ উপস্থিত হয়ে, রাস্তার যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে। নিহত ব্যক্তির এখনো নাম ঠিকানা জানা যায়নি।
এছাড়াও দূর্ঘটনাস্থালে পরবর্তীতে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে নিহত ব্যক্তির লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা সহ সার্বিক সহযোগীতায় তৎপর আছেন।