শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ অপরাহ্ন
রাশেদুল ইসলাম- কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার অফিসার্স ক্লাবে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ রাজারহাট উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
উক্ত সম্মেলনে রাজারহাট উপজেলার জন্য ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারকে সভাপতি ও রংপুর সদর উপজেলার সাব রেজিস্ট্রার বাবু রামজীবন কুন্ডুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন কুড়িগ্রাম জেলার নেতাকর্মী বৃন্দ।
রাজারহাট উপজেলার নবনির্বাচিত সাধারণ সম্পাদক রংপুর বিভাগের সাব রেজিস্ট্রার বাবু রামজীবন কুন্ডু বলেন আগামী শারদীয় দূর্গা উৎসবকে যাকযমক ভাবে পালন করতে এই কমিটি আইন শৃঙ্খলা বাহিনীর সাথে একাত্মতা ঘোষণা করে সকল পূজা মন্ডবের আইন শৃঙ্খলা তদারকি করবে। দুই বছরের জন্য সনাতন ধর্মাবলম্বীদের পাশে থাকবে এই নবনির্বাচিত কমিটির নেতাকর্মী বৃন্দ।
কুড়িগ্রাম জেলার নেতাকর্মী বৃন্দ বলেন আগামী ৭ কার্যদিবসের মধ্যে রাজারহাট উপজেলা শাখার পুর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেন হবে।