মঙ্গলবার, ১৩ মে ২০২৫, ০৪:২১ পূর্বাহ্ন
আবীর আকাশ- লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃ
লক্ষ্মীপুর পৌরসভায় মশক নিধন কার্যক্রম উদ্ভোদন করা হয় সোমবার (১২ মে) বিকাল থেকে পৌরসভার কার্যালয়ের সামনে থেকে পৌর শহরের বিভিন্ন ওয়ার্ডের প্রধান প্রধান সড়কে ফগার মেশিন দিয়ে মশক নিধন ওষুধ ড্রেনে স্প্রে শুরু করা হয়।
এসময় উদ্বোধন উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক ও উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ জসিম উদ্দিন, পৌর নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন, নির্বাহী প্রকৌশলী মোঃ জুলফিকার হোসেন, সহকারী প্রকৌশলী মোঃ শামছুল আলম, স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মুহাম্মদ আবদুল্লা হিল উপস্থিত ছিলেন।
পৌরসভার প্রশাসক মোঃ জসিম উদ্দিন বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। এডিস মশা প্রতিরোধে এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং পৌরশহর থানা, উপজেলা পরিষদসহ সকল সরকারি বেসরকারি কার্যালয়ে এ কার্যক্রম চলবে। পাশপাশি এডিস মশা প্রতিরোধে পৌরবাসীকে সচেতন হওয়ার আহবান জানান তিনি।