শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:১৭ অপরাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
গতকাল ২২শে এপ্রিল শনিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ৫নং গাজিরভিটা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামের মৃতঃ ফজর আলীর পুত্র মোহাম্মদ ফয়জুল ইসলাম(২৯) বন্য হাতির পায়ে পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছে।
জানাযায় হালুয়াঘাটের ভারতীয় সীমান্তে কয়েকদিন যাবত ২০ থেকে ২৫টি বন্য হাতির দল সীমান্ত পেরিয়ে গাজির্ভিটা এসে যায়। ওই এলাকার ফসলের ক্ষতিসাধন করে। আজ বিকেলে হাতি তাড়ানোর সময় হাতির দলটি ক্ষিপ্ত হয়ে এই যুবকের উপর আক্রমণ করে। পরে যুবককে স্থানীয় হাসপাতালে নেয়ার পথে রাস্তায় মারা যান।