রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন
আনোয়ার হোসেন- কিশোরগঞ্জ(নীলফামারী) প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শাখার হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের নব গঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শাখার আয়োজনে রবিবার সকালে উপজেলা হলরুমে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নব-গঠিত কমিটির সভাপতি প্রকৌশলী বাবু প্রতাপ চন্দ্র রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য খোকারাম রায়, প্রধান বক্তা, ওই পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়।
বিশেষ অতিথি- জেলা শাখার সভাপতিমন্ডলীর সদস্য পরিতোষ কুমার রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা শাখার সভাপতি উত্তম কুমার রায় (বাদল), পুজা উদযাপন পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক দীপক চক্রবর্তী, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সুধীর চন্দ্র রায়, জেলা শাখার প্রচার সম্পাদক শ্যামল চন্দ্র দেবনাথ, জেলা শাখার ছাত্র বিষয়ক সম্পাদক সুমন চন্দ্র রায় প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন- উপজেলা শাখার নব গঠিত সাধারণ সম্পাদক দীনেশ চন্দ্র রায়। এতে সংগঠনটির উপজেলা শাখার ৭১ সদস্য বিশিষ্ট কমিটির সকলকেই পরিচিত করানো হয়।