বৃহস্পতিবার, ১০ Jul ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ইছামতী নদীতে থেকে নবজাতকের লাশ উদ্ধার কিশোরগঞ্জকে গ্রীন ও ক্লিন কিশোরগঞ্জ গড়তে চাই- নবাগত ইউএনও নীলফামারীতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ইমারত নির্মাণ তারাগঞ্জে একই ব্যক্তির ৬ গরু চুরি নড়াইলে এক গৃহবধূর তিন সন্তান জন্ম ধুনটে বসতভিটা অবৈধ দখল চেষ্টায় থানায় অভিযোগ আবু সাঈদের রক্তের সাথে বেইমানী করবেন না- এটিএম আজহার ফুলবাড়ীর দৌলতপুরে জমি জমার বিরোধে মারপিট ১৭ বছর পর রংপুরে জামায়াতে ইসলামীর জনসভা অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে বিএনপি নেতা জুলাই বিপ্লবী শহীদের স্মরণে বৃক্ষরোপণ ও আলচনা ত্রিশালে নিখোঁজ ব্যক্তির লাশ মিলল পুকুরে জলঢাকায় এক শিক্ষার্থীকে বাইসাইকেল দিলেন ইউএনও কর্মীবান্ধব সংস্কারে অগ্রণী ভূমিকা পালন করছেন জাহিদ হোসেন তারাগঞ্জে ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে টিন ও চেক বিতরণ কুমিল্লায় র‌্যাবের হাতে মাদক সহ গ্রেপ্তার ২ ভারতীয় শাড়ি ও লেহেঙ্গাসহ গ্রেপ্তার ১ নির্মান কাজ শেষ হতে না হতেই ভেঙ্গেছে ব্রীজের প্রতিরক্ষা দেওয়াল রাণীশংকৈলে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা

মেয়েদের কটূক্তির ঘটনায় পাবনায় বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ

মো. নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধি.
পাবনার আটঘরিয়ায় জালালের ঢাল জামে মসজিদের জালসায় মেয়েদেরকে কটুক্তি করায় বিএনপি’র দুই গ্রুপের মধ্যে এক সংঘর্ষে দুই জন গরুতর আহত হয়েছে। আহতদের মধ্যে লক্ষ্মণ কর্মকার(৩৫) নামক এক ব্যক্তিকে মুমুর্ষ অবস্থায় প্রথমে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তার অবস্থা অবন্নতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য পাবনা সদর হাসপাতালে স্থানান্তর করা হয। অপর জনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

আজ ৪ জানুয়ারি সকাল সাতটার দিকে আটঘরিয়া বাজার ও জালালের ঢালে এই ঘটনা ঘটে। আহতরা হলো-উত্তরচক জালালের ঢাল গ্রামের মিন্টু কর্মকারের ছেলে লক্ষ্মণ কর্মকার, একই এলাকার মুকুল খার ছেলে আকুব্বার খা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্গরতিবছরের ন্যায় গত ৩ জানুয়ারি উপজেলার জালালের ঢাল জামে মসজিদের বাৎসরিক জালসা অনুষ্ঠিত হয়। এদিন সন্ধ্যা আটটার দিকে জালসায় আসা কয়েক জন মেয়েকে দেখে যুবদল নেতা ইমরাম, শান্ত গং কটুক্তি করে।

বিষয়টি জালসা কমিটির লোকজন জানতে পারলে তাদেরকে বাঁধা নিষেধ করে। এসময় লক্ষ্মণ নামক এই ছেলেটি উপস্থিত ছিল। পরে তারা উল্টো জালসা কমিটির লোকজনকে মারপিট ও তুলে নেয়ার হুমকি দিয়ে চলে যায়। পরের দিন ৪ জানুয়ারি শনিবার সকাল সাতটার দিকে লক্ষ্মণ কর্মকার আটঘরিয়া বাজারের তার দোকান খুলতে যায়।

এসময় বিএনপি’র নেতা অলি, ইমরান, শান্ত সহ ১০-১৫ জনের জিআই পাইপ, চাপাতি, টাঙ্গীসহ দেশি অস্ত্র সশস্ত্র সজ্জিত হয়ে লক্ষ্মণকে কুপিয়ে বেধরক মারপিট করে দুই পাঁ ভেঙে দেয়।

পরে লক্ষ্মণের আত্নচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে দ্রুত তাকে আটঘরিয়া হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা অবন্নতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য তাকে পাবনা জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।

আটঘরিয়া পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আকুব্বর খা সহ কয়েকজন দ্রুত আহত লক্ষ্মণকে এ্যাম্বুলেন্সে তুলে দিতে গেলে তাৎক্ষণিক অলি, ইকরাম, শান্ত সহ ১০-১৫ জন অতর্কিত হামলা চালিয়ে আকুব্বর খাকে ব্যাপক মারপিট করে ফোলা জখম করে পালিয়ে যায়।

৫নং পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আকুব্বর জানান, আওয়ামী লীগের সময় অলি গং ব্যাপক চাঁদাবাজি, মাস্তানি ছিনতাই রাহাজানি করেছে। আর এখন বিএনপির ছত্রছায়ায় নেতাকর্মীদের নাম ভাঙ্গিয়ে এসব করছে। তবে আমরা এর সুষ্ঠু বিচার চাই নেতাকর্মীদের কাছে।

৫নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুল হান্নান জানান, অলি বিএনপি’র নাম ভাঙ্গিয়ে যে অপকর্ম গুলো করছে। এটা ঠিক না। লক্ষ্মণ ও আকুবাবরকে যে ভাবে মারাধর করা হয়েছে এটা জঘন্যতম কাজ। দলের জন্য এটা লজ্জা জনক ব্যাপার। আমি ওয়ার্ড বিএনপির সভাপতি হয়ে উপজেলা বিএনপি’র নেতৃবৃন্দের কাছে সুবিচার হওয়া দরকার বলে মনে করছেন এই নেতা।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com